অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র বিশ্ব অভিবাসন চুক্তি থেকে প্রত্যাহার করছে


UN Global Compact on Migration logo
UN Global Compact on Migration logo

যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে যে তারা বিশ্ব অভিবাসন চুক্তিতে আর অংশগ্রহণ করবে না।

২০১৬ সালে জাতি সংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য, সর্ব সম্মতিক্রমে একটি রাজনৈতিক ঘোষণাপত্র New York Declaration for Refugees and Migrants অনুমোদন করেন। ওই ঘোষণাপত্র যেটি বাধ্যতামূলক নয়, সেটির অধীনে শরণার্থীদের অধিকার রক্ষা করার, পুনর্বাসনে সাহায্য করার এবং শিক্ষা ও চাকরী নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় সদস্যরা।

সোমবার মেক্সিকোর পোয়র্টো ভাইয়ার্তা তে বিশ্ব অভিবাসন সম্মেলন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

XS
SM
MD
LG