অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব অর্থবাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে


যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার চলমান বাণিজ্য লড়াইএর কারণে বিশ্ব অর্থবাজারে যে নাজুক পরিস্থাতির সৃষ্টি হয়েছে তার একটা সুরাহা ঘটবে এই আশায় শুক্রবার থেকে এশিয়ার অর্থবাজার আবার চাঙ্গা হতে শুরু করেছে। এপল কোম্পানি বৃহস্পতিবার বিশ্ববাজারে তাদের আয় কমেছে এই সর্তক ঘোষণা দেওয়ার পরপর শেয়ার বাজারে ধস নামে তবে হংকং-এর হানং সেং এর সূচক বেড়েছে ২দশমিক ২শতাং এবং সাংহাই কম্পোজিটের সূচক বেড়েছে ২দশমিক ১ ।

ওদিকে ইউরোপীয় শেয়ার বাজার যে বহুগুণ পড়ে যায় তা কাঠিয়ে ওঠার পর জার্মানির ডিএএক্স- এর সূচক এবং ফ্রান্সের CAC 40 সূচক প্রায় ১শতাংশ বেড়েছে দিনের বেচা-কেনার শেষে শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে।

বৃহস্পতিবার উচ্চ-প্রযুক্তি এপল কোম্পানি গতমাসে চীনে তাদের পণ্য বিক্রি ব্যাপক ভাবে কমে গিয়েছে ঘোষণা দেওয়ার প্রায় সংগে সংগে বিশ্বব্যাপী শেয়ার বাজার অত্যন্ত নেমে যায়। চীনে এপল পণ্যের বিক্রি কমার জন্য তারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংগে চীনের যে বাণিজ্য বিরোধ চলছে তাকেই দায়ী করেছে।

XS
SM
MD
LG