অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বব্যাপী উষ্ণায়ন: কারণ, ফলাফল ও প্রতিকার


বিশ্বব্যাপী উষ্ণায়ন: কারণ, ফলাফল ও প্রতিকার
please wait

No media source currently available

0:00 0:14:14 0:00

বৈশ্বিক উষ্ণায়ন সমস্যা বিশ্লেষণ করেছেন অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল (ইনভারনমেন্টাল এনজিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. নাভিদ সালেহ। আর তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলেছেন, ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।

উত্তর গোলার্ধের দেশগুলোতে এখন গ্রীষ্মকাল কিন্তু অন্যান্য বছরের তাপমাত্রার তূলনায় এ বছর উত্তর-পূর্ব আমেরিকা ও ইউরোপসহ অনেক দেশেই এই তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছেছে। অনেক স্থানেই দাবদাহে মানুষ ও প্রকৃতি অস্থির। যে সব দেশগুলোকে কয়েক বছর আগে অবধি মূলত শীতপ্রধান বলে মনে করা হতো, এখন সেখানকার তাপমাত্রা আগেকার তূলনায় অনেক বেশি। এই সমস্যা আজ বিশ্লেষণ করেছেন অস্টিনে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ প্রকৌশল (ইনভারনমেন্টাল এনজিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. নাভিদ সালেহ। আর তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলেছেন, ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।

XS
SM
MD
LG