ভারতের দার্জিলিং পাহাড়ে গোর্খাল্যান্ডের দাবীতে ৫টি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল National Hydroelectric Power Corporation (NHCP)-এর কার্যালয়ের সামনে, কাজ বন্ধ করার দাবীতে মোর্চা সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর সুরক্ষার কথা ভেবে কাজ বন্ধ করে দেয় এনএইচপিসি-র আধিকারিকরা।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।