অ্যাকসেসিবিলিটি লিংক

সুপার ট্যাঙ্কার GRACE1 জিব্রাল্টার ত্যাগ করতে পারে


যুক্তরাষ্ট্রের চাপ ও শেষ মুহূর্তে ওয়ারেন্ট সমেত কব্জা করার হুমকির মাঝেও জাহাজের এজেন্ট জানিয়েছেন যে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তেল ট্যাঙ্কার GRACE 1 জিব্রাল্টারের জলসীমা ত্যাগ করতে পারে I জাহজটির এজেন্ট দাবি করেন যে, নুতন crew সদস্যদের জাহাজে হস্তান্তর এবং জাহাজের খুঁটিনাটি মেরামত শেষে জাহাজটি ওই জলসীমা ত্যাগ করবে; তবে এর গন্তব্য স্থান কোথায় তা এখনো জানা যায়নি I ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অশোধিত তেল বহনকারী ট্যাংকারটি সিরিয়ার ওপর আনা নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় ব্রিটিশ স্পেশাল পুলিশ ও জিব্রাল্টার পুলিশ যৌথভাবে জিব্রাল্টারের জলসীমায় এটিকে আটক করে I

সমীক্ষকদের ধারণা GRACE 1 মুক্তি পেলে ব্রিটেনের আটককৃত জাহাজ STENA IMPERA ও মুক্তি পেতে পারে I

XS
SM
MD
LG