অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গ্রামীন ব্যাংক নরওয়ের টেলিভিশনের লক্ষ লক্ষ ডলার সরানোর অভিযোগ অস্বীকার করছে


গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস

বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক সাহয্য অর্থের লক্ষ লক্ষ ডলার অন্য একটি তহবিলে সরিয়ে ফেলার ঘটনায় কোন রকম অন্যায় করার অভিযোগ অস্বীকার করছে।

এ সপ্তাহের গোড়ার দিকে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্য চিত্রে এই অভিযোগ আনা হয় যে ঐ সাহায্যের অর্থ গ্রামীন ব্যাংক থেকে তার অন্য একটি অধীনস্থ প্রতিষ্ঠানে দেওয়া হয়।

নরওয়ে বলছে যে তারা ঐ পৃথক কোম্পানী গ্রামীন কল্যাণে প্রায় ১০ কোটি ডলার হস্তান্তরিত করার বিষয়টি পর্যালোচনা করে দেখছে। গ্রামীন কল্যাণ ক্ষুদ্র ঋণ পরিচালনার সঙ্গে সম্পৃক্ত নয়।

গ্রামীন ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে যে ১৯৯৬ সালে ঐ অর্থের লেন দেন সম্পর্কে ঐ প্রামান্য অনুষ্ঠানের প্রতিবেদন ভুল ও বিভ্রান্তিকর। ব্যাংক বলেছে যে নরওয়ে সরকার এবং একটি ত্রাণ গোষ্ঠির এ বিষয়ে উদ্বেগকে ঐ সময়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ব্যাংক বলছে যে উভয় পক্ষই ঐ চুক্তিতে একটি ধারার পৃথক ব্যাখ্যা সম্পর্কে নিস্পত্তিতে পৌছুনোর চেষ্টা করে।

এ সম্পর্কে সর্বসাম্প্রতিক বার্তাটি পাঠিয়েছেন, আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।

XS
SM
MD
LG