গ্রামীন ব্যাংকের জন্য বরাদ্দ অর্থ, গ্রামীন কল্যাণ নামে প্রকল্পে হস্তান্তর করা হয়েছে এবং সে ক্ষেত্রে গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ডঃ মোহাম্মদ ইউনুসকে নিযে যে সমালোচনা – অভিযোগ – বিতর্ক চলছে, গ্রামীন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সে বিষয়ে তথ্য তুলে ধরেন। তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাতকারে পুরো ঘটনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন ।
মোহাম্মদ শাহজাহান বলেন, ‘গ্রামীন ব্যাংকের একটি পরিচালকমণ্ডলী আছে । যার ১৩জন সদস্য আছেন । ৯জন নির্বাচিত সদস্য, ৩ জন সরকার মনোনীত এবং একজন গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেন । অতএব গ্রামীন ব্যাংকের যে কোন নীতিগত সিদ্ধান্ত গ্রামীন ব্যাংকের পরিচালকমণ্ডলী কর্তৃক গৃহিত হয় । সেখানে প্রফেসার ইউনুসের ভুমিকা – শুধুমাত্র প্রস্তাবক । যদিও তিনি তার পদাধিকারবলে, সেখানে পরিচালকমণ্ডলীর সদস্য, কিন্তু তিনি হলেন নন-ভোটিং সদস্য’ ।
গ্রামীন ব্যাংকের যে কোন নীতিগত সিদ্ধান্ত পরিচালকমণ্ডলী কর্তৃক গৃহিত - মোহাম্মদ শাহজাহান
