গ্রীসের অর্থনীতিতে এখন গভীর সঙ্কট।
ভারত তার প্রভাব কি এড়াতে পারবে? ভারতের অর্থ সচিব, রাজীব মেহের্ষি বলেছেন, ভারতের বিদেশি মুদ্রার সঞ্চয় ৩৫ হাজার ৫০০ কোটি ডলারের। কাজেই এটা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখবার পক্ষে বড় নির্ভরতা। তবে ইউরোপীয় ব্যাঙ্কের সুদ বেড়ে গেলে ভারত থেকে কিছু বিদেশি লগ্নি ইউরোপে সরে যেতে পারে বলে মনে করেন তিনি।
এ ছাড়া, গ্রীসে বেড়াতে যাচ্ছেন যে সব পর্যটক, তাঁদের প্রতি সতর্কতা, তাঁরা যেন কেবল এটিএম আর ক্রেডিট কার্ডের ভরসায় না থেকে সঙ্গে যথেষ্ট নগদ টাকা রাখেন।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।