অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার অভিবাসি প্রত্যর্পন দফায় দু’ শ’ দু’ই অভিবাসিকে তুরস্ক পাঠানো হয় তিনটি ফেরীতে করে


গ্রীস ও য়ুরোপিয় য়ুনিয়ন মিলে, আটককৃত অনুমানিক তিন হাজার অভিবাসির মধ্যে থেকে পরবর্তী দফায় কাকে কাকে তুরস্কে পাঠানো হবে তা নির্ধারণের কাজ করছে এখন- য়ুরোপিয় য়ুনিয়ন ও আঙ্কারার মধ্যে সম্পাদিত বিতর্কিত যে রফা সম্পন্ন হয়েছে সেই অভিবাসি ফেরত পাঠানোর বন্দোবস্তের আওতায়।

গ্রীস থেকে আজ মঙ্গলবার আর কোনো ফেরী যাচ্ছে না ঐ অভিবাসিদের নিয়ে।

গ্রীক সরকারের জনৈক কর্তাব্যক্তি ভয়েস অফ এ্যামেরিকাকে জানান- গতকাল সোমবার ঐ অভিবাসি প্রত্যর্পন দফায় দু’ শ’ দু’ই অভিবাসিকে তুরস্ক পাঠানো হয় তিনটি ফেরীতে করে। দু’টি ফেরী যায় লেসবোস থেকে এক শ’ ছত্রিশ অভিবাসিকে নিয়ে- আর ছেষট্রি জনকে নিয়ে তৃতীয় ফেরী যায় চিওস থেকে। এই যাঁদেরকে প্রত্যর্পন করা হলো এঁদের কেউই আশ্রয় পার্থনা করে দরখাস্ত জমা দেন নি। সোমবার যাঁদেরকে তুরস্ক পাঠানো হয় তাঁদের সক্কলেই প্রায় পাকিস্তানের লোক। দু’ জন মাত্র সিরিয় ছিলেন- যাঁরা কিনা ব্যক্তিগত এবং পারিবারিক কারণে তুরস্কে যেতে চান।

XS
SM
MD
LG