অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ওপর মালিক পক্ষের গুলিবর্ষন


Euro-Europe-Macedonian-Greece-map
Euro-Europe-Macedonian-Greece-map
গ্রীসে রাজধানী এ্যাথেন্সের প্রায় চার শ’ কিলোমিটার উত্তর-পূর্বের MANOLADA কৃষি অঞ্চলের একটি স্ট্রবেরী খামারে কর্মরত বাংলাদেশি কৃষি শ্রমিকেরা দীর্ঘদিন বেতন না পেয়ে বিক্ষোভ করলে কৃষি খামারের মালিক পক্ষের তরফে শ্রমিকদের ওপর গুলি চালালে তাতে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি কৃষি শ্রমিক আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা কিছুটা গুরুতর বলেই জানা গিয়েছে ।গ্রীসের ঐ কৃষি অঞ্চলে বাংলাদেশের প্রায় আড়াই থেকে তিন হাজার কৃষি শ্রমিক কর্মরত রয়েছেন । ঘটনা সম্পর্কে আমরা কথা বলি গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait

No media source currently available

0:00 0:02:14 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG