অ্যাকসেসিবিলিটি লিংক

দাবানল নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন গ্রীসের প্রধানমন্ত্রী


গ্রীসে হেলিকপ্টারের দ্বারা বনাগ্নি নিয়ন্ত্রণ করা হচ্ছে
(এএফপি)
গ্রীসে হেলিকপ্টারের দ্বারা বনাগ্নি নিয়ন্ত্রণ করা হচ্ছে (এএফপি)

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিস সে দেশে দাবদাহ নিয়ন্ত্রণে সাড়া দিতে সরকারের ব্যর্থতার জন্য সোমবার ক্ষমা চেয়েছেন । অস্বাভাবিক তাপপ্রবাহ এবং দীর্ঘকালীন খরার কথা উল্লেখ করে মিতসোতাকিস বলেন এই আগুন নেভানো খুবই কঠিন একটা বিষয়। তিনি বলেন সাম্প্রতিক দিনগুলোতে মোট ৫০০ টি দাবদাহের ঘটনা ঘটেছে।  

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিস সে দেশে দাবদাহ নিয়ন্ত্রণে সাড়া দিতে সরকারের ব্যর্থতার জন্য সোমবার ক্ষমা চেয়েছেন । অস্বাভাবিক তাপপ্রবাহ এবং দীর্ঘকালীন খরার কথা উল্লেখ করে মিতসোতাকিস বলেন এই আগুন নেভানো খুবই কঠিন একটা বিষয়। তিনি বলেন সাম্প্রতিক দিনগুলোতে মোট ৫০০ টি দাবদাহের ঘটনা ঘটেছে।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মিতসোতাকিস বলেন, “ আমাদের নাগরিকরা যারা নিজেদের ঘরবাড়ি বা সম্পত্তি পুড়তে দেখেছেন তাঁদের কষ্ট আমি পুরোপুরি বৃঝতে পারছি । এ ব্যাপারে যে কোন ব্যর্থতাকে চিহ্নিত করা হবে এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্টদের দায়িত্ব অর্পণ করা হবে”।

গ্রীসের ইভিয়া দ্বীপে ব্যাপক অগ্নিকান্ডে ভবন এবং পাইন-বন ভস্মিভূত হয়েছে এবং হাজার হাজার লোক সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আগুন জ্বলেছে এবং এর ফলে একজন স্বেচ্ছাসেবী অগ্নি-নির্বাপনকারী এবং এথেন্সের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই আগুন নিয়ন্ত্রণের কাজে ৬০০’র ও বেশি দমকল বাহিনীর লোক নিয়োজিত আছেন। যুক্তরাষ্ট্র এবং বহু ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশ অগ্নি-নির্বাপনকারী এবং আগুন নেভানোর জন্য বিমান ও হেলিকপ্টার গ্রীসে পাঠিয়েছে।

গ্রীসের প্রধানমন্ত্রী টুইটারে দেওয়া এক বিবৃতিতে বিশ্বের ২২টি দেশ যারা এই দূর্যোগে গ্রীসকে সাহায্য করছে তাদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রীসে এই চলমান দাবদাহের সময়ে, জাতিসংঘ সোমবার জলবাযু বিষয়ক একটি নতুন প্রতিবেদন প্রকাশ করে যেখানে সামনের বছরগুলোতে বিশ্বে উষ্ণায়নের পরিস্থিতি যে আরও খারাপ হবে সে ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ২০০৫ সালের তুলনায় ২০৩০ সাল নাগাদ গ্যাস নির্গমন অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের নেতারাও একই রকম নির্গমন রোধের পরিকল্পনা ঘোষণা করেছেন এবং তাঁরা এটিকে আইনত বাধ্যতামূলক করার আশা ব্যক্ত করেছেন ।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এফপি এবং রয়টার থেকে নেয়া হয়েছে)

XS
SM
MD
LG