অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সঙ্কট নিয়ে গ্রেটা ভ্যান সাসটেরেন'র সাক্ষ্যদান


বুধবার যুক্তরাষ্ট্র বৈদেশিক নীতি বিষয় কমিটির সামনে সাক্ষ্যদান কালে ভয়েস অফ আমেরিকার কান্ট্রিবিউটর, গ্রেটা ভ্যান সাসটেরেন মিয়ানমারের রোহিঙ্গা সংকটের ওপর তাঁর অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন I তিনি বলেন এসব লোকজনদের আমরা ভুলে গিয়েছি, এরা রাষ্ট্রহীন,এরা গৃহহীন, এরা এমনকি এদের পরিচয়টুকু ভুলে গিয়েছে I মিস সাসটেরেন মিয়ানমার থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের এক বিষাদের চিত্র তাদের সামনে তুলে ধরেন I তিনি বলেন মিয়ানমার সরকার এমনকি রোহিঙ্গা শব্দটি ব্যবহারও করতে চায়না I গত বছর অগাস্ট মাসে রোহিঙ্গা লিবারেশন আর্মি পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালালে, সরকারি বাহিনী ও দালালরা দমন অভিযান শুরু করে I

সেই নির্মম দমননীতির জেরে লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের মূলত কক্স বাজারে শিবিরে আশ্রয় গ্রহণ করেন I মিস সাসটেরেন গত ডিসেম্বর মাসে রোহিঙ্গা শরণার্থীদের শিবির পরিদর্শনে এলে সেখানকার পরিস্থিতিকে অমানবিক ও ভয়াবহ বলে উল্লেখ করেন

XS
SM
MD
LG