অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়ানতানামোর ১০জন বন্দীকে ওমান গ্রহণ করেছে


FILE - Dawn arrives at the now-closed Camp X-Ray, which was used as the first detention facility for al-Qaida and Taliban militants who were captured after the Sept. 11 attacks, at the Guantanamo Bay Naval Base, Cuba. The Obama administration is transferr
FILE - Dawn arrives at the now-closed Camp X-Ray, which was used as the first detention facility for al-Qaida and Taliban militants who were captured after the Sept. 11 attacks, at the Guantanamo Bay Naval Base, Cuba. The Obama administration is transferr

সোমবার ওমান বলেছে, কিউবার গুয়ানতানামো বে’র যুক্তরাষ্ট্রের সামরিক কারাগারের ১০জন বন্দীকে তারা তাদের দেশে গ্রহণ করেছে।

বন্দীদের নাম বা তারা কোন দেশের তা প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে যখন ক্ষমতা হাতে নেন, তখন তিনি কিউবার দক্ষিণ পূর্বাঞ্চলে ওই কারাগারটি বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে ছিলেন। তিনি বলেছিলেন ওই আটক শিবিরে, আমেরিকার মূল্যবোধর প্রতিফলন নেই কারণ সেখানে বহু বন্দীকে কোন বিচার ছাড়া অনেক বছর আটকে রাখা হয়েছে। কয়েকজন বন্দীকে নির্যাতন করা হয়েছে।

পর্যবেক্ষকরা বলেছেন ওবামা প্রশাসনের শেষ মুহূর্তগুলোতে আরও বন্দীকে মুক্তি দেওয়া হতে পারে।

অবশ্য গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন তিনি মনে করছেন না যে গুয়ানতানামো থেকে আরও বন্দীকে মুক্তি দেওয়া হবে।

নবনির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচার অভিযানের সময় বলেছেন যে তিনি গুয়ানতানামো বন্ধ করবেন না কারণ তিনি “ওই কারাগারটি খারাপ লোকজনদের দিয়ে ভরে ফেলতে চান।”

XS
SM
MD
LG