অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়াতেমালায় ভূমিধ্বসের পর জোর উদ্ধার তত্পরতা


গুয়াতেমালায় উদ্ধারকারীরা শনিবার উদ্ধার কাজ আরো জোরদার করেছেন/ গুয়াতেমালার রাজধানীর উপকূলে ভূমি ধ্বসে প্রায় ৬০০ জনের অধিক লোক এখনো নিখোঁজ এবং এ যাবত ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে/ তবে কর্তৃপক্ষের ধারণা মৃতের সংখ্যা আরো বাড়তে পারে/ভারী বর্ষণে ভূমিধ্বসে ১২৫ টির মত ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে অনুমান/ প্রেসিডেন্ট আলেহান্দ্র মাল্দনাদও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও কিউবাসহ বহু দেশ সাহায্যের আশ্বাস দিয়েছে/

XS
SM
MD
LG