অ্যাকসেসিবিলিটি লিংক

গুজরাটে ভোটদান বাধ্যতামূলক হবে


India map
India map

পৃথিবীর দু-চারটি দেশে ভোটদান বাধ্যতামূলক হলেও ভারতে কখনই তেমন ছিল না। কিন্তু বিজেপি-শাসিত গুজরাট সরকার এমনই নিয়ম প্রবর্তন করতে চলেছে। ওই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, কমলা বেনিওয়াল এই নিয়মের বিরোধিতা করায় মোদি সরকার তাঁকে পদ থেকে অপসারিত করে। তাঁর যুক্তি ছিল, বাধ্যতামূলক ভোটদানের বিধি ব্যক্তি স্বাধীনতা-বিরোধী। -বিজেপির বাইরে রাজনৈতিক দলগুলির আশঙ্কা, বিজেপি এর পর তাদের শাসনে থাকা অন্যান্য রাজ্য ও ভবিষ্যতে সম্ভব হলে গোটা ভারতেই এই নিয়ম চালু করতে পারে। গুজরাটের নতুন নিয়মে এরই সঙ্গে আরও দুটি বিধি প্রবর্তন করা হচ্ছে - মোট আসনের ৫০% মহিলাদের জন্য সংরক্ষণ ও নেটের মাধ্যমে ভোটদানের সুযোগ। বাধ্যতামূলক ভোটদানের নিয়মে ভোট না দিলে শাস্তিরও ব্যবস্থা থাকছে, যদিও কি সেই শাস্তি, তা এখনও জানায়নি গুজরাট সরকার।

please wait

No media source currently available

0:00 0:00:34 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG