অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান সন্ত্রাসী হামলার হামলাকারী নিহত পাচ জঙ্গীর মরদেহ দাফন করা হয়েছে


Bangladesh Attack
Bangladesh Attack

গুলশান সন্ত্রাসী হামলার হামলাকারী নিহত পাচ জঙ্গীর মরদেহ অবশেষে বৃহস্পতিবার ঢাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে। ১ জুলাই গুলশান হামলায় নিহত ওই পাচ জঙ্গীর মরদেহ নিতে তাদের কোনো আত্মীয়-স্বজন আনুষ্ঠানিক কোনো আবেদন না করায় তিন মাস ধরে তাদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে ছিল। বৃহস্পতিবারই তাদের মরদেহ বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম-এর কাছে হস্তান্তর করা হয়। আঞ্জুমানের পক্ষ থেকে ঢাকার জুরাইন কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। কর্মকর্তারা জানান, পাচ জঙ্গীর মরদেহ ছাড়াও হলিআর্টিজান রেস্তোরার একজন কর্মচারীর মরদেহও দাফন করা হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক জঙ্গী তৎপরতার সাথে জড়িত সন্দেহে একজন বাংলাদেশীসহ তিনজন বিদেশীকে আটক করেছে মালয়শীয় পুলিশ। নাম-পরিচয় প্রকাশ না করা বাংলাদেশী ওই নাগরিককে আন্তর্জাতিক জঙ্গীগোষ্ঠীর জন্য অস্ত্র চোরাচালানের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক করা হয় বলে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানিয়েছেন। ওই দেশের পুলিশের দাবি, ওই বাংলাদেশী একজন হোটেল ব্যবসায়ী। তাকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ ছিল।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG