অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে অনেকেই হতাহত


ফ্রান্সের পুলিশ সেই বন্দুকধারীটির খোঁজ করছে যার গুলিতে স্ট্রাসবোগের কেন্দ্রস্থলে , বড় দিনের এক বাজারে অন্তত চার জন প্রাণ হারিয়েছে এবং ১১ জন আহত হয়েছে।

পুলিশ বলছে যে সন্দেহভাজন লোকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । তবে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সে আহত হয়ে থাকতে পারে। একটি ফরাসি সংবাদ মাধ্যম বলছে যে পুলিশ তাকে একটি দোকানের ভেতর কোণ ঠাসা করেছে ।

এই বন্দুকধারীটি সন্দেহভাজন উগ্রবাদিদের তালিকায় ছিল এবং একটি ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য তাকে খোঁজা হচ্ছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টফার কাস্টানের , সন্ত্রাসের ব্যাপারে তদন্ত শুরু করার জন্য স্ট্রাসবোগে যাচ্ছেন তবে এই বন্দুকধারীটির উদ্দেশ্য এখনো জানা যায়নি। কোন জঙ্গি গোষ্ঠিই এই গুলি চালনার ঘটনার দায় স্বীকার করেনি। স্ট্রাসবোঘেই রয়েছে , ইউরোপীয় সংসদের সদর দপ্তর এবং গুলি চালনার ঘটনার পর সেটি তালা বদ্ধ ছিল। পুলিশ বড় দিনের বাজারটি ঘিরে রেখেছে এবং এখন সেখানে উৎসবের আলোকিত পরিবেশ নষ্ট হয়ে গেছে।

XS
SM
MD
LG