অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন নেভি ইয়ার্ডের হামলাকারী মানষিক রোগের চিকিতসা করাচ্ছিলেন


সোমবার ওয়াশিংটনের নেভি ইয়ার্ড বা নৌ বাহিনীর একটি স্থাপনায় যে এক সাবেক প্রাইভট কন্টাক্টারের গুলিতে ১২ জন নিহত হন তার সম্পর্কে আরো তথ্য জানা যাচ্ছে।
কর্তৃপক্ষ বলছেন, অ্যারন এলেক্সিস ওয়াশিংটনে অবস্থিত সাবেক সেনাদের একটি হাসপাতালে মানষিক রোগের চিকিতসা করাচ্ছিলেন।
ওয়াশিংটনে ঐ মারাত্মক গুলি চালানোর ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে অগাষ্ট মাসে এলেক্সিস রোড আইল্যান্ডের অবকাশ যাপন শহর হিসাবে পরিচিত নিউ পোর্টের পুলিশের কাছে অভিযোগ করেন যে হোটেল কক্ষের দেয়াল এবং ছাতের ভেতর দিয়ে মানুষ তার সংগে কথাবার্তা বলছে এবং ওই সব মানুষের ষ্পন্দন শোনার জন্য তার ঘুমের ব্যঘাত ঘটছে।
গুলি চালানোর প্রায় ৩০ মিনিট পর ৩৪ বছর বয়সী সাবেক নৌ সেনা অ্যারন এলেক্সিস পুলিশের গুলিতে নিহত হন।
XS
SM
MD
LG