অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বন্দুকধারীরা ২৫ জনকে হত্যা করেছে


Члени префектури Фукусіма оглядають будівництво берегової загорожі, яка має не дати радіоактивним стокам потрапити до океану.
Члени префектури Фукусіма оглядають будівництво берегової загорожі, яка має не дати радіоактивним стокам потрапити до океану.

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচীতে বন্দুকধারীরা অন্তত ২৫ জনকে হত্যা করেছে। ওদিকে ভোটাররা রবিবার উপ নির্বাচনে ভোট দিচ্ছেন।

শনিবার রাতে শহরের বেশ কয়েকটি এলাকায় বন্দুকধারীরা গুলি পুলিশ সূত্রে বলা হয় যে শনিবারের হত্যাকান্ডে সংশ্লিষ্টতার জন্য ২০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

অগাস্ট মাসে এক প্রাদেশিক আইনপ্রনেতা এক হত্যাকান্ডে নিহত হন। তার স্থানেই ভোটাররা নতুন আইনপ্রনেতা নির্বাচন করছেন। এম কিউ এম দলের সদস্য, রাজা হায়দারকে হত্যা করার ঘটনায় যে সহিংসতা শুরু হয় তাতে চার দিনে ৮৫ জন নিহত হয়।

এম কিউ এম দল প্রধানত উর্দু ভাষাভাষী জনগনের প্রতিনিধিত্ব করে। প্রতিদ্বন্দ্বী এ এন পি দল পশ্তু ভাষী লোকজনের প্রতিনিধিত্ব করে। উভয়দলই সহিংস ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করে।

XS
SM
MD
LG