অ্যাকসেসিবিলিটি লিংক

বন্দুকধারীরা কাবুলে আবারও আক্রমণ চালালো


কাবুলে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগে একটি প্রশিক্ষণ কেন্দ্রের উপর বন্দুকধারীরা আক্রমণ চালিয়েছে । এর ঠিক একদিন আগে রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলায় বহু লোক প্রাণ হারায়।

অভ্যন্তরীণ মন্ত্রীর উপদেষ্টা বাহার মেহের ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে বৃহস্পতিবারের এই সর্বসাম্প্রতিক আক্রমণে চার জন আত্মঘাতী আক্রমণকারি সম্পৃক্ত ছিল। তিনি বলেন একজন বোমাবাজ নিজের শরীরেই বিস্ফোরণ ঘটায় এবং অপর তিনজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়। তিনি বলেন আফগান সুরক্ষা বাহিনীর তিন সদস্যও এই নির্মূল অভিযানে আহত হয় তবে কোন অসামরিক লোক এতে হতাহত হয়নি।

বুধবার , শহরটির শিয়া অধ্যূষিত এলাকায় মউদ একাডেমিতে অন্তত ৩৪ জন নিহত হয়। শিক্ষার্থিরা , বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার সময়ে এই বিস্ফোরণটি ঘটলো। আফগান তালিবান এই আক্রমণে তাদের কোন ভূমিকার কথা অস্বীকার করেছে । অন্যদিকে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করেছে। তারা এর আগেও শিয়াদের উপর হামলা চালায়।

দিনে আরও আগের দিকে , তালিবান , আফগানিস্তানের উত্তরাঞ্চলে বাগরাম সামরিক ঘাৎটিতে অভিযান চালিয়ে ৪০ জনকে হত্যা করে।

XS
SM
MD
LG