অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধী দলের আন্দোলনের জেরে সংসদ অধিবেশনের কোনও কাজকর্মই হতে পারল না


কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের আন্দোলনের জেরে সংসদে অচলাবস্থা চলতে থাকায় বাদল অধিবেশনের প্রথম সপ্তাহে প্রায় কোনও কাজকর্মই হতে পারল না। কংগ্রেস নেতা, রাহুল গান্ধী তো বলেই দিয়েছেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আর রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা সংসদের কাজকর্ম চালাতে দেবেন না। যত দিন মনমোহন সিং সরকার ক্ষমতায় ছিল, একই ভাবে দাবি আদায়ের জন্য সংসদ অচল করে রাখত বিজেপি। অথচ সংসদে আলোচনা ও পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি বিল। সংসদের বাদল অধিবেশনের প্রথম সপ্তাহ তো প্রায় বৃথাই গেল। অথচ, প্রতি দিনের অধিবেশন চালাতে লোকসভার ব্যয় হয় দেড় কোটি টাকা, রাজ্যসভার এক কোটি ১০ লক্ষ টাকা। গোটা বাদল অধিবেশনই এ ভাবে বানচাল হয়ে গেলে করদাতাদের ২৪০ কোটি টাকা স্রেফ জলে যাবে। রাজনৈতিক মহলেই প্রশ্ন উঠছে, সংসদ তো আন্দোলনের জায়গা নয়, আলোচনার জায়গা। যা চলছে, তাকে কি গণতন্ত্র বলা চলে?

গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG