অ্যাকসেসিবিলিটি লিংক

বিনিয়োগের লক্ষে লন্ডন গেলেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়


পশ্চিমবঙ্গে বৃটিশ লগ্নির খোঁজে রবিবার প্রায় ১০০ জন সঙ্গী নিয়ে লন্ডনে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের এই সফর ঘিরে প্রচুর প্রত্যাশা। কিন্তু এই সফরটি বানচাল করবার চেষ্টায়গত কয়েক দিন ধরে টেলিফোনে ও ই-মেলে ভীতি প্রদর্শন করছে সন্দেহভাজন দক্ষিণপন্থীরা। তাদের অভিযোগ, বিশেষ একটি সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থেই সরকার চলছে এই রাজ্যে। এবং, পশ্চিমবঙ্গ একটি সন্ত্রাসবাদী রাজ্যে পরিণত হয়েছে। এ রাজ্য থেকে অন্য দেশে শিশু পাচারও চলছে বলে অভিযোগ করে একটি ই-মেল এসেছে খোদ নিউ ইয়র্ক থেকে। সুতরাং পশ্চিমবঙ্গে যেন লগ্নি না করেন বৃটিশ শিল্পপতিরা। লন্ডনে থাকবার সময় বিক্ষোভ দেখানোরও হুমকি দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ, উগ্র হিন্দুত্বপন্থীরাই এ সবের পেছনে থাকতে পারে। লন্ডনে ভারতীয় কমিশন ও লন্ডন পুলিশকে ভীতি প্রদর্শনের কথা জানিয়েও রাখা হয়েছে।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG