অ্যাকসেসিবিলিটি লিংক

১১ভারতীয় মুসলিম যুবক ইসলামিক স্টেটের আন্দোলনে যোগ দিলেও ভাবনায় প্রভাবিত আরও অনেকেই


ISIS in India
ISIS in India

এখনও পর্যন্ত কেবল ১১ জন ভারতীয় মুসলিম যুবক ইসলামিক স্টেট (আই এস)-এর আন্দোলনে যোগ দিলেও সংস্থাটির ভাবনায় প্রভাবিত আরও অনেকেই। কেমন করে আইএস-এর প্রভাব থেকে সরিয়ে রাখা যায় এই যুবকদের, তার কৌশল স্থির করার জন্য শনিবার দিল্লিতে একটি বৈঠক হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও পশ্চিমবঙ্গ-সহ ১২টি দেশের পুলিশকর্তাদের মধ্যে। সিদ্ধান্ত হয়েছে, এ রকম যুবকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য আগেই গ্রেফতার নয়, ভাল করে বুঝিয়ে-সুঝিয়ে ফেরত আনাই হবে কৌশল। সরকারি সংস্থারা ছাড়াও এ কাজের দায়িত্ব দেওয়া হবে ওই যুবকদের আত্মীয়-বন্ধুদেরও। উগ্রপন্থার প্রচারের একটা বড় মাধ্যম ইন্টারনেট, ফেসবুক, ট্যুইটার ইত্যাদি। এগুলির দিকে লক্ষ্য রাখা ছাড়াও এগুলিকেও কাজে লাগানো যেতে পারে পাল্টা প্রচারের জন্য। দেশে আইএস-এর প্রভাব বেশি ছড়িয়ে পড়বার আগেই হস্তক্ষেপ করতে চাইছে সরকার। কি এই যুবকদের ক্ষোভ, কিংবা, কেন আইএস-এর ভারধারা এদের আকৃষ্ট করছে, তা-ও বুঝতে চাইছে সরকার।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:07 0:00

XS
SM
MD
LG