পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর ছয় মাসও বাকি নেই। এখনই বিভিন্ন দলের মধ্যে ঘর গোছানোর পালা শুরু হয়ে গিয়েছে। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে কোনও সংশয় না থাকলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনও ঝুঁকি নিতে রাজি নন। তাই দল থেকে প্রায় বহিস্কারের মুখ থেকে স্ব মহিমায় ফিরতে চলেছেন প্রাক্তন সাধারণ সম্পাদক মুকুল রায়। তা ঘটলে মুকুল নতুন দল গড়ার পরিকল্পনা ত্যাগ করবেন। অন্য দিকে, ২০১১-র নির্বাচনে কংগ্রেস আর তৃণমূল জোট বাঁধলেও সেই জোট টেঁকে নি। কিন্তু রাজ্য কংগ্রেস নেতারা প্রায় সবাই আগামী নির্বাচনে বামেদের সঙ্গে বোঝাপড়ায় আগ্রহী হলেও দলের হাইকম্যান্ডের মতিগতি বোঝা যাচ্ছে না। মমতা আবার কংগ্রেসকেই ভোট সঙ্গী চান। দেখা যাচ্ছে, জয় যতই নিশ্চিত মনে হোক, কোনও অনিশ্চয়তা রাখতে চান না মমতা। তাই মুকুল রায়কে ফিরিয়ে আনা ছাড়াও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার উদ্যোগ। বামপন্থীরাও কংগ্রেসকে সঙ্গী চাইছেন। কিন্তু মমতা চান, বিরোধীরা যেন একত্র হয়ে ভোটে তাঁর বিরুদ্ধে লড়তে না পারে। বিরোধীদের জোট ছত্রভঙ্গ হোক আর নিজের জোট ভারি হোক, নির্বাচনে জিততে মমতার এটাই কৌশল।