অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে কংগ্রেসকে না হলেও কংগ্রেস সমর্থকদের ভোটের আগে পাশে চায় CPM


ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যে কংগ্রেসকে না হলেও কংগ্রেস সমর্থকদের ভোটের আগে পাশে চায় CPM- কেন তারই বিশ্লেষন সহ রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস-বিরোধী জোটে যোগ দিতে সিপিএম নেতারা যতই কংগ্রেসকে প্রকাশ্য ডাক দিন না কেন, সর্ব-ভারতীয় রাজনীতির লাভ-লোকসানের হিসেব কষেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকম্যান্ড। দলের রাজ্য নেতাদের তৃণমূল-বিরোধী সওয়াল সম্ভবত উপেক্ষিতই হবে। বরং, প্রবল সম্ভাবনা, হাইকম্যান্ড হয়তো উল্টে তৃণমূল কংগ্রেসকেই ভোট সঙ্গী করতে চাইবে। এ কথা জানা সত্বেও সিপিএম নেতাদের কংগ্রেসকে এত প্রকাশ্য ডাকাডাকি কেন? রাজনৈতিক মহলের ধারণা, কংগ্রেসকে জোট সঙ্গী হিসেবে পাওয়া না যাক, এ রাজ্যে কংগ্রেসের ভোটব্যাঙ্ককে তো বামেদের দিকে টেনে আনবার চেষ্টা করা যেতেই পারে। তাই সিপিএম নেতারা বারংবার রাজ্যে নতুন করে শিল্পায়ন ও তার কল্যাণে নতুন প্রজন্মের জন্য কাজের সুযোগ সৃষ্টির গুরুত্বের কথা বলে কংগ্রেস সমর্থকদের নিজেদের দিকে টানতে চাইছেন। এক দিকে তৃণমূল সম্পর্কে ক্ষোভ ও অন্য দিকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন ফেরি করেই নিজেদের ভোট ভাগ্যের বদল করতে চাইছে রাজ্য রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া সিপিএম নেতৃত্ব।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG