শনিবার কলকাতায় নির্বাচনের সময় ভাবে যে নিরপেক্ষ ও সাহসী ভূমিকায় দেখা গেল কলকাতা পুলিশকে, তা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। কিন্তু পুলিশেরও যে মেরুদণ্ড রয়েছে, তা কি বোঝা যাবে কেবল তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবার সময়? বাকিটা সময় তো রাজ্য সরকার আর প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কথা মেনেই চলে পুলিশ। সে সব কাজ প্রায়শই নিরপেক্ষ হয় না, তারা হয়ে ওঠে দলদাস। এমনকি রাজনৈতিক গুণ্ডার দল থানায় চড়াও হলে পুলিশ আশ্রয় নেয় টেবিলের তলায়। শনিবার সেই পুলিশই কিনা বেয়াড়া রাজনৈতিক কর্মীদের নির্বাচন এলাকা থেকে অনায়াসে হটিয়ে দিল, বৈধ ভোটদাতাদের নিশ্চিন্তে ভোটদান নিশ্চিত করল। পুলিশ চাইলে কি না পারে।শুধু চাই মাথার ওপর নির্বাচন কমিশনের নির্দেশ আর নিয়ন্ত্রণ, পাশে দাপুটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনি। ব্যস। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।