অ্যাকসেসিবিলিটি লিংক

বিজেপি আদর্শ থেকে সরে এসেছে বলেই দেশ ক্রমশ ধর্মান্ধতা আর অসহিষ্ণুতায় ডুবে যাচ্ছে


স্বাধীনতার পরে ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতার আদর্শে দেশকে চালিত করেছিলেন প্রথম প্রধানমন্ত্রি জওহরলাল নেহরু ও পরে তাঁর নেতৃত্বে চলা কংগ্রেস দলও। কিন্তু ২০১৪ সালের মে মাসে একক গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পেরে বিজেপি সেই আদর্শ থেকে সরে এসেছে বলেই কংগ্রেসের অভিযোগ। তাদের মতে, দেশ ক্রমশ ধর্মান্ধতা আর অসহিষ্ণুতায় ডুবে যাচ্ছে। একই মনোভাবের প্রতিধ্বনি করে প্রতিবাদে মুখর হয়েছেন সাহিত্য ও সংস্কৃতি জগতের মানুষেরাও। তাঁদের কেউ কেউ ফেরত দিয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, কেউ কেউ পদত্যাগ করেছেন অ্যাকাডেমির সদস্য পদ থেকেও। এঁদের মতে, দেশের মধ্যে প্রকট হয়ে উঠছে অসহিষ্ণু মনোভাব। ভিন্ন মতের মানুষেরা আক্রান্ত হচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন। ধর্মীয় গোঁড়ামি গ্রাস করছে দেশের আবহ। প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হচ্ছেন না কেন, সেটাও এঁদের অসন্তোষের একটা বড় কারণ। এঁদের অনেকেই আবার বাম মনোভাবাপন্ন। গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:12 0:00

XS
SM
MD
LG