অ্যাকসেসিবিলিটি লিংক

হাইতির ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন ৩০৪


হাইতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, ১৪ই অগাস্ট, ২০২১ -ভোয়া ক্রেওল
হাইতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে, ১৪ই অগাস্ট, ২০২১ -ভোয়া ক্রেওল

.
হাইতির নাগরিক রক্ষা এজেন্সী জানায়, শনিবার হাইতির ৭.২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩০৪ এI শত শত লোক আহত বা নিখোঁজ রয়েছেনI কর্তৃপক্ষ সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর দিয়েছেI ভূমিকম্পের পর আরো কয়েকটি মৃদু ভূকম্পনের খবর পাওয়া গিয়েছেI

প্রেসিডেন্ট জোভেনেল মোয়িস'র হত্যাকাণ্ডের পর মাত্র ৩ সপ্তাহ আগে শপথ নেয়া, প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানান, যে সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সাহায্য বিতরণের উদ্যোগ নিয়েছেনI

তিনি এসোসিয়েটেড প্রেসকে জানান, "সবচাইতে বড় দায়িত্ব এখন ধ্বংসস্তূপ থেকে যথাসম্ভব বেঁচে থাকা লোকজনদের উদ্ধার করাI আমরা শুনতে পেরেছি যে, স্থানীয়, বিশেষ করে লে কায়েস'র হাসপাতালগুলিতে বিপুল সংখ্যক আহতদের চিকিৎসা দেয়া হচ্ছেI প্রধানমন্ত্রী হেনরি, হাইতিতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেনI

এদিকে,হোয়াইট হাউজ থেকে জানানো হয় প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে শনিবার সকালে হাইতির ভূকম্পনের ব্যাপারে অবহিত করা হয়েছেI
.
প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাষ্ট্রের তরফে অনতিবিলম্বে সহায়তাকে অনুমোদন করেছেন এবং হোয়াইট হাউজের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা USAID 'র প্রশাসক সামান্থা পাওয়ারকে ত্রাণ কাজ সমন্বয়ের জন্য মনোনীত করেছেনI

(রয়টার্স)

XS
SM
MD
LG