অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবাদ বিক্ষোভের মাঝে হাইতির প্রেসিডেন্ট পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করেছেন


হাইতির প্রেসিডেন্ট জ্যোভেনেল মইস, তাঁর প্রশাসন পেট্রোলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বাতিল করেছেন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে সহিংস বিক্ষোভে শনিবার অন্তত ৩িন জন নিহত হয়।

তার কয়েক ঘন্টা আগে পোর্ট ও প্রিন্স এর রাস্তায় রাস্তায় প্রতিবাদকারীরা গাড়ির টায়ার পুড়ায়, শহরের উপকন্ঠে পেটিয়ানভিলে দোকানপাটে লুটতরাজ করে, হোটেলের সামনে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সংসদ ভবন পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

হাইতির পরিস্থিতির ফলে য়ুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো সে দেশে আসা যাওয়ার ফ্লাইট আপাতত বন্ধ করেছে। যার ফলে বহু পর্যটক সেখানে আটকা পড়ে গেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস হাইতিতে সকল আমেরিকানকে যে যেখানে আছেন সেখানে থাকার পরামর্শ দিয়েছে।

XS
SM
MD
LG