অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট হত্যার পর হাইতি অবরুদ্ধ 


Soldiers patrol in Petion Ville, the neighborhood where the late Haitian President Jovenel Moise lived in Port-au-Prince, Haiti, Wednesday, July 7, 2021.
Soldiers patrol in Petion Ville, the neighborhood where the late Haitian President Jovenel Moise lived in Port-au-Prince, Haiti, Wednesday, July 7, 2021.

বুধবার, হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, ক্লোড জোসেফ জাতীয় টেলিভিশনে জানান, হাইতি এখন অবরুদ্ধI পেলেরিনএ ব্যক্তিগত বাসস্থলে একদল অজ্ঞাত বন্দুকধারীরা প্রেসিডেন্ট জোভেনেল ময়সীকে হত্যা করার কয়েক ঘন্টার পরেই, তিনি এই ঘোষণা দেনI

প্রধানমন্ত্রী জোসেফ জানান, তিনি এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং দেশে সামরিক আইন জারি করা হয়েছেI হাইতির সীমান্ত ও প্রধান বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছেI

প্রেসিডেন্ট বাইডেন হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এই হামলার নিন্দা ও গভীর সমবেদনা জ্ঞাপন করেনI বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, আমরা এই হিংসাত্মক ঘটনার নিন্দা জানাচ্ছি, আমরা ফার্স্ট লেডি'র আশু আরোগ্যলাভ কামনা করছিI যুক্তরাষ্ট্র হাইতির জনগণের কাছে সমবেদনার বার্তা পাঠাচ্ছে এবং একটি নিরাপদ ও সুরক্ষিত হাইতি পাওয়ার লক্ষ্যে সহায়তা করতে প্রস্তুত রয়েছে I

প্রেসিডেন্ট বাইডেন এই হামলাকে উদ্বেগজনক উল্লেখ করে বলেন, এ ব্যপারে আমাদের আরো তথ্য জানা প্রয়োজনI
(এপি )

XS
SM
MD
LG