অ্যাকসেসিবিলিটি লিংক

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন হাইতির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী


হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এমন কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পক্ষে থাকবেন, যাঁর ব্যাপক আন্তর্জাতিক সমর্থন রয়েছে।

৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যার পর থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ক্লড জোসেফ ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি শীগগিরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। আর ৭১ বছর বয়সী নিউরোসার্জন আরিয়েল হেনরি তার স্থলাভিষিক্ত হবেন।

জোসেফ পোস্টকে জানিয়েছেন। “আমাকে যারা চেনেন, তারা সবাই জানেন যে আমি ক্ষমতা দখলে আগ্রহী নই। প্রেসিডেন্ট ময়েস আমার বন্ধু ছিলেন। আমি তার হত্যার ন্যায়বিচার দেখতে আগ্রহী”।

তবে জোসেফ ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, হাইতির নির্বাচন বিষয়ক মন্ত্রী ম্যাথিয়াস পিয়ের বলেছেন, “আলোচনা এখনও অব্যাহত রয়েছে। তিনি বলেন, জোসেফ আবার বিদেশমন্ত্রীর পদে ফিরে যাবেন।

গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাসভবনে বন্দুকধারীর হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ হামলায় তাঁর স্ত্রীও আহত হন।

(এপি)

XS
SM
MD
LG