হজ্জ্ব পালনের জন্য সৌদি আরবে গমনকারী ৪৭ জন বাংলাদেশী নাগরিক মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে। কয়েকজন মারা গেছেন হৃদরোগ এবং কিডনি রোগে। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। ধর্ম মন্ত্রণালয় সূত্রে আরও বলা হয়, বর্তমানে ২৩ জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, এ বছর ১ লাখ ১ হাজার ৭৯৭ জন বাংলাদেশী নাগরিক হজ্জ্ব পালন করছেন।...ঢাকা থেকে আমীর