অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সাথে সংশ্লিষ্টতার বিষয়ে মিথ্যা বলায় দোষী সাব্যস্ত হলেন হার্ভার্ডের অধ্যাপক 


চীনা সরকারের সঙ্গে কথিত সংশ্লিষ্টতার বিষয়ে মিথ্যা বলার অভিযোগ দাখিল হওয়ায় আদালতে চার্লস লিবার। (ফাইল ফটো- রয়টার্স)
চীনা সরকারের সঙ্গে কথিত সংশ্লিষ্টতার বিষয়ে মিথ্যা বলার অভিযোগ দাখিল হওয়ায় আদালতে চার্লস লিবার। (ফাইল ফটো- রয়টার্স)

চীন পরিচালিত নিয়োগ সংক্রান্ত কর্মসূচীর সঙ্গে জড়িত থাকার বিষয়ে মিথ্যা বলার দায়ে সাজা পেলেন হার্ভার্ডের অধ্যাপক চার্লস লিবার। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা গবেষণায় চীনের প্রভাব নিয়ে চলমান অভিযানের অংশ হিসাবে লিবারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। প্রখ্যাত ন্যানো-বিজ্ঞানী এবং হার্ভার্ডের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক চার্লস লিবারকে কর্তৃপক্ষের কাছে মিথ্যা কথা বলে, মিথ্যা ট্যাক্স ফাইল এবং চীনা ব্যাংক একাউন্ট সম্পর্কে তথ্য না দেয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছেন বোস্টনের একজন ফেডারেল জুরি।

কৌশুলীরা বলেন নোবেল পুরস্কার পাওয়ার লক্ষ্যে ২০১১ সালে লিবার, চীনের উহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ‘কৌশলগত বিজ্ঞানী’ হিসাবে কাজ করার চুক্তি করেন এবং তার মাধ্যমে দ্যা থাউজেন্ড প্রোগ্রাম নামে একটি চীনা নিয়োগ কর্মসূচীতে অংশ নেন। তারা বলেন চীন সেই কর্মসূচীর মাধ্যমে বিদেশী গবেষকদের নিয়োগ দিতো, তাদের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে। অভিশংসকরা বলেন তাতে অংশ নেয়াটা অপরাধ নয়, তবে ৬২ বছর বয়সী লিবার কর্তৃপক্ষের কাছে তার সংশ্লিষ্টতা নিয়ে অবৈধভাবে মিথ্যা বলেছেন।

XS
SM
MD
LG