অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির মুখে ভারতের বিষয়ে দ্বিমুখী নীতি শোভা পায়না: শেখ হাসিনা


বিএনপির মুখে ভারতের বিষয়ে দ্বিমুখী নিতি শোভা পায়না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন ওই দেশটির কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে তারা ক্ষমতায় বসেছিল।

শনিবার ঢাকায় যুব মহিলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে হারাতে মুচলেকার পাশাপাশি ভারত ও আমেরিকার সঙ্গে ষড়যন্ত্র করেছিল বিএনপি।

অন্যদিকে আওয়ামী লীগ দেশের সম্পদ আগে দেশের মানুষের কাজে লাগানোর পক্ষে অবস্থান নিয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন এর ফলে এখানে ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রতিনিধি এবং আমেরিকান এম্বাসির লোক খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবনে বসেই থাকত আওয়ামী লীগকে হারিয়ে বাংলাদেশ থেকে গ্যাস নেয়ার জন্য।

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ভারতের সাথে বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির কড়া সমালোচনা করে বলেছে এটা হলে বাংলাদেশ তার সার্বভৌমত্ব হারাবে।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG