শিল্পোন্নত ৭ টি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানী, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সমন্বয়ে গঠিত জি-৭ সম্মেলনের আউটরিচ বা পার্শ্ব বৈঠকে যোগ দিতেচারদিনের এক সরকারি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাজাপানের নাগোয়া শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌঁছেছেন।
বাংলাদেশ, লাওস, ভিয়েতনাম,ইন্দোনেশিয়া,পাপুয়া নিউগিনি,শ্রীলংকা এবং চাঁদসহ সাতটি
দেশকে জি-৭’র আউটরিচ বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার
শেখ হাসিনাআউট রিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য প্রদান করবেন।
একইদিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও তাঁর বৈঠকে হওয়ার কথা রয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শ্রীলংকার প্রেসিডেন্ট মিরথিপালা শ্রিসেনার সঙ্গে বৈঠক করবেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গেও একই দিন তাঁর বৈঠকের কথা রয়েছে।
শনিবার বিকেলে শেখ হাসিনা টোকিও যাবেন এবং সেখানকার কিছু কর্মসূচী শেষে রোববার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা দেবেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম তার রিপোর্টে।