প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক জনসভায় জ্বালাও-পোড়াও-এর রাজনীতি বন্ধের জন্য বিরোধী দল বিএনপির প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, সরকার সূচিত উন্নয়নের ধারাকে কোনোভাবেই ব্যাহত করা যাবে না। জনসভায় তিনি তার ভাষায় বিএনপির দুঃশাসন এবং এর বিপরীতে তার সরকারের নানা উন্নয়ন উদ্যোগের বিস্তারিত বর্ণনা করেন। প্রধানমন্ত্রী বলেন, তার ভাষায়, আদালতের রায়ে যেহেতু জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহনকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে, কাজেই জিয়াউর রহমান অবৈধ প্রেসিডেন্ট এবং তার দল বিএনপিকে অবৈধ বলে গণ্য করতে হবে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই বন্ধ করা যাবে না বলে উল্লেখ করেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচনই প্রমাণ করেছে জনগণ জ্বালা-পোড়াও রাজনীতি চায় না। তিনি জঙ্গীবাদ-উগ্রবাদ মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের তীব্র সমালোচনা করে বলেন, কোনোক্রমেই শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি করা যাবে না।...ঢাকা থেকে আমীর খসরু