অ্যাকসেসিবিলিটি লিংক

কংগ্রেসম্যান ব্রাড শেরম্যানের কড়া সমালোচনা করলেন হাসিনা


রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের অস্থিতিশীল রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করতে মার্কিন কংগ্রেসম্যান ব্রাড শেরম্যানের দেয়া প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এ ধরনের প্রস্তাব গর্হিত কাজ। তারা যেখানেই হাত দিয়েছে সেখানেই আগুন জ্বলেছে। জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। এখানেও তাদের আগুন লাগানোর প্রচেষ্টা। যা কখনো গ্রহণযোগ্য নয়।

কংগ্রেসম্যান ব্রাড শেরম্যান
কংগ্রেসম্যান ব্রাড শেরম্যান

​পাঁচ দিনের চীন সফর শেষে সোমবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, দেশের উন্নতি চাইলে গ্যাসের মূল্য বৃদ্ধি ছাড়া উপায় নেই। কারণ বছরে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন করতে হলে, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। সার উৎপাদন করতে হলে, অর্থনৈতিক উন্নয়ন করতে হলে, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হলে সরকারকে এলএনজি আমদানি করতেই হবে। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সমস্ত ট্যাক্স মাফ করার পরও উনারা হরতাল ডাকেন।

XS
SM
MD
LG