২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি দেখতে সকালে চট্টগ্রাম আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে সার্কিট হাউজে বৈঠক করেন নির্বাচনী কাজে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার সিটি নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্বাচনে ৬০ থেকে ৮৫ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি নির্বাচনে বিএনপি’র সেনা মোতায়েনের দাবি নাকচ করে দিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের কথা জানান।
নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়াতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বিএম আজাদ।#
হাসান ফেরদৌস,চট্টগ্রাম