অ্যাকসেসিবিলিটি লিংক

সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানির ভাষণ


জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় এবারে শীর্ষ মনোযোগ আকর্ষণ করে ২০১৫ সালে সম্পাদিত ইরান ও বিশ্ব শক্তিবর্গের মধ্যেকার আন্তর্জাতিক চুক্তি I তবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে আসবার হুমকি দিয়েছে I ১৯৩ টি দেশের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে কটাক্ষ যে ভাষণ দেন, তার পরদিনই প্রেসিডেন্ট রৌহানি তাঁর ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক ও বিদ্বেষমূলক ভাষণের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্প হচ্ছেন নুতন এক বিদ্বেষপূর্ণ, ঘৃণ্য লোক I

প্রেসিডেন্ট রৌহানি বলেন,এটা দুঃখজনক হবে যদি ট্রাম্প এই চুক্তি ভঙ্গ করেন I

XS
SM
MD
LG