অত্যাসন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় লেইনের প্রভাবে ভারী বর্ষণ, প্লাবন আর উপকূলীয় এলাকায় উত্তাল ঢেউয়ের আশংকায় হাওয়াইয়ের জনগণ খাদ্য, বিশুদ্ধ পানিও ও জরুরি সরবরাহ মওজুদ করতে শুরু করেছেন I সর্বশেষ আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে যে, ঘূর্ণিঝড় লেইন এখনো ৪ ক্যাটেগরিতে রয়েছে,যাতে সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় ২৪০ কিলোমিটার I হাওয়াইয়ের গভর্নর ডেভিড ইগে জানান FEMA বা কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সী জরুরি সহায়তা বিতরণের বেলায় চমৎকার দক্ষতা দেখিয়েছে I
আগামী দুদিনে ঘূর্ণিঝড়ের তীব্রতা কিছুটা হ্রাস পেলেও ,জনগণকে অত্যন্ত সজাগ থাকবার পরামর্শ দেয়া হয়েছে I হাওয়াই দ্বীপ ও Maui কাউন্টির সকল সরকারি স্কুল পরবর্তী নির্দেশ না দেয়া অব্দি বন্ধ ঘোষণা করা হয়েছে I