অ্যাকসেসিবিলিটি লিংক

ঈদে যারা বাড়ি গেছেন তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করার জন্য স্বাস্থ্য দপ্তরের সুপারিশ


ঈদ পালনের জন্য স্বাস্থ্যবিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে অসংখ্য মানুষের ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া এবং আবার ফিরে আসার কারণে করোনা সংক্রমণের আরেক দফা ঢেউয়ের শংকায় রয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তর থেকে ঈদে যারা বাড়ি গেছেন তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খোরশেদ আলম শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেন, ভারতের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তা হবে ভয়াবহ বিপদজ্জনক।



মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার বলেছেন, পরামর্শ উপেক্ষা করে ঈদের যাওয়া-আসার মাশুল সকলকেই গুণতে হতে পারে।

এদিকে, চীন থেকে ১২ মে পাওয়া ৫ লাখ ডোজ ভ্যাকসিন থেকে ৩০ হাজার ডোজ ভ্যাকসিন বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দেয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে চীন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ওই চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

XS
SM
MD
LG