মিয়ানমারের নেত্রী, অং সান সূচি সোমবার রাজধানী নেপিদতে তাঁর বিরুদ্ধে শুনানিতে আদালতে উপস্থিত ছিলেনI সামরিক জান্তা তাঁর বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এনেছে, তারই নতুন দফা শুনানি শুরু হয়েছে সোমবারI
নেত্রী সুচির আইনি দল আদালতে সাংবাদিকদের জানান, দেশের প্রাকৃতিক ব্যবস্থাপনা আইন ভঙ্গের মামলায় দুজন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়I নেত্রীকে Natural Disaster Management Law ভঙ্গ করে গত বছর নির্বাচনী প্রচারণায় অংশ নেবার জন্য অভিযুক্ত করা হয়েছেI
দিনের দ্বিতীয় শুনানিতে Communication Law ভঙ্গ করার মামলায় কৌঁসুলিরা দুটি পক্ষের বক্তব্য শোনেনI শেষ শুনানিতে নেত্রীর আমদানি রপ্তানি আইন ভঙ্গ করে অবৈধভাবে ওয়াকি টোকি আমদানি ও ব্যবহার সম্পর্কিত শুনানি অনুষ্ঠিত হয়I নেত্রীর বাড়িতে অবৈধভাবে আমদানিকৃত ও রেজিস্ট্রিকৃত নয় এমন ৬টি ওয়াকি টোকি পাওয়া গেলে, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলI
আইনজীবীরা জুলাই মাসের শেষ অব্দি এই শুনানি পর্ব চলবে বলে জানানI নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী নেত্রী, অং সান সুচিকে পহেলা ফেব্রুয়ারী থেকে আটক রাখা হয়েছে, যখন বিপুল ভোট জয়লাভ করলেও, তাঁর অসামরিক প্রশাসনকে উৎখাত করে দেশের সামরিক বাহিনীI