মধ্য টেনেসিতে রেকর্ড পরিমান বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং উদ্ধার কর্মীরা ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও জট বাধা ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে রবিবার তল্লাশি তৎপরতা চালানI গ্রামীণ এলাকায় শনিবারের বন্যায় পথঘাট, সেলফোন টাওয়ার ও টেলিফোনের লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং হতবিহ্বল বহু পরিবার তাদের আপনজন এই প্লাবনে বেঁচে আছেন কিনা তা নিশ্চিত হতে পারেন নিI
হামফ্রিজ কাউন্টি শেরিফ ক্রিস ডেভিস বলেন, সেসব এলাকায় পানি সবচাইতে দ্রুত বৃদ্ধি পেয়েছে, সেখানেই বেশি লোক নিখোঁজ রয়েছেনI কাউন্টির জরুরি সেন্টারের বোর্ডে এবং সিটি কাউন্টির ফেইস বুক পেইজে তাদের নাম লিপিবদ্ধ করা হয়েছেI
জীবিত পরিবারের সদস্যরা জানান, একজন বাবার হাত থেকে ভেসে যাওয়া দুটি শিশুর মৃত্যু হয়েছেI ন্যাশভিলের ৬০ মাইল পশ্চিমে অবস্থিত, ১৮,০০০ জনবসতির শেরিফ বলেন, বন্যায় তিনিও তাঁর এক ঘনিষ্ট বন্ধুকে হারিয়েছেনI
শনিবার, ২৪ ঘন্টায় হামফ্রিজ কাউন্টিতে ১৭ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়েছে, যা জাতীয় আবহাওয়া দপ্তরের হিসাবে, টেনেসির আগেকার রেকর্ডের চাইতে ৩ ইঞ্চি বেশিI
(এপি)