অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষ্ণ সাগরকে রাশিয়া দূর্গে পরিণত করেছে 


ক্রাইমিয়াকে বেআইনি ও অবৈধভাবে কুক্ষিগত করা ও রাশিয়ার সামরিক ক্ষমতা বৃদ্ধির জবাবে, ন্যাটো জোট, কৃষ্ণ সাগরে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছেI যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও ন্যাটো অংশীদাররা, ২০১৪ সালের ক্রাইমিয়ার কুক্ষিগতকরণকে চ্যালেঞ্জ জানাতে, নাটকীয়ভাবে 'ব্ল্যাক সি' বা কৃষ্ণ সাগরে টহল অভিযান বৃদ্ধি করেছেI

করোনা ভাইরাসের কারণে গত বছর স্থগিত হয়ে যাওয়া, সামরিক মহড়ায় অংশ নিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ, ইউএসএস পোর্টার, ইউএসএস ডোনাল্ড কুক এবং তেল-পূরণকারী জাহাজ, ইউএসএনএস লারামিসহ ন্যাটো ও ইউক্রেনের জাহাজগুলি I

ক্রাইমিয়া কুক্ষিগত করার পর, রাশিয়া প্রকৃতপক্ষে, কৃষ্ণ সাগরকে একটি দূর্গে পরিণত করেছে

XS
SM
MD
LG