অ্যাকসেসিবিলিটি লিংক

হেফাজতকে অরাজনৈতিক সংগঠন বলা যায় না : আলী রীয়াজ



ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের প্রধান , অধ্যাপক আলী রীয়াজ বলেন যে তিনি মনে করেন না যে হেফাজাতে ইসলাম বাংলাদেশের রাজনীতির একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠছে তবে তারা যে নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করছে সেটাও যথার্থ নয়। তিনি মনে করেন যে সুষ্পষ্ট রাজনৈতিক দাবি দাওয়ার ভিত্তিতে এটি বাংলাদেশে একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তবে এটি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কটের কারণে। তিনি এ কথাও বলেন যে হেফাজতে ইসলামে যারা অন্তর্ভুক্ত সেই সব সংগঠন দীর্ঘ দিন ধরেই বাংলাদেশের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং এর সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকটি দল্ই বাংলাদেশে ইসলামপন্থি রাজনীতির সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। রাজনৈতিক সমীকরণেরই অংশ হিসেবে হেফাজতে ইসলাম একটি পক্ষের হয়ে কাজ করছে।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন যে তাদের অধিকাংশেরই বক্তব্য হচ্ছে , জামায়াতে ইসলামির অতীতে যে বক্তব্য ছিল তাই-ই। তিনি আরও বলেন যে হেফাজতে ইসলামের উত্থানের পর থেকে জামায়াতে ইসলামের কোন রকম দলীয় কর্মসূচি দেখতে পাওয়া যাচ্ছে না কারণ তাদের দাবিগুলো হেফাজতের মধ্য দিয়েই উঠছে। সুতরাং আগামিতে পথরেখা কি হবে সেটা নির্ভর করছে বড় রাজনৈতিক দলগুলির এবং সরকারের মধ্যে যে সঙ্কটগুলি আছে এবং নির্বাচন কি ভাবে হবে না হবে , সে বিষয়ে সমাধানের উপর । তিনি এ কথা ও বললেন যে এক পর্যায়ে আওয়ামি লীগ ও হেফাজতে ইসলামকে জামায়াতে ইসলামের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করেছিল কারণ মাদ্রাসকেন্দ্রিক লোকজনের সঙ্গে একটা বিরোধীতা রয়েছে জামায়াতে ইসলামির সঙ্গে । তবে বৃহত্তর ইসলামি শাসনের প্রশ্নে এদের মধ্যে সহমত থাকায় এখন এরা পরস্পরের সম্পূরক হয়ে রয়েছে।

বিস্তারিত শুনুন আনিস আহমেদের সঙ্গে তাঁর সাক্ষাৎকারে ।

please wait

No media source currently available

0:00 0:05:07 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG