অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউস প্রেস কোরের ডীন হিসেবে পরিচিত সাংবাদিক হেলেন টমাস প্রয়াত হলেন


Tras haber dicho que Israel debía irse de los territorios palestinos Helen Thomas puso fin a su carrera como periodista.
Tras haber dicho que Israel debía irse de los territorios palestinos Helen Thomas puso fin a su carrera como periodista.
বিশিষ্ট সাংবাদিক হেলেন টমাস মারা গিয়েছেন রবিবার ওয়াশিংটনে । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর । গত ৫০ বছর ধরে হোয়াইট হাউস সংবাদদাতার দায়িত্ব পালন করেন তিনি । তিনি ছিলেন দেশের প্রথম মহিলা সাংবাদিকদের অন্যতম ।
প্রেসিডেন্ট কেনেডী থেকে নিয়ে প্রেসিডেন্ট ওবামা পর্যন্ত প্রত্যেক প্রেসিডেন্টের সময়েই তিনি হোয়াইট হাউস সংবাদদাতার দায়িত্বে ছিলেন । ১৯০১ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে এক এ্যামেরিকান-লেবানিজ পরিবার জন্ম হয়েছিলো তাঁর । আরব বংশোদ্ভব এই সাংবাদিক হোয়াইট হাউস প্রেস কোরের ডীন হিসেবে পরিচিত ছিলেন ।
আমরা ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সকল সাংবাদিক কর্মি হেলেন টমাসের আত্মার মঙ্গল কামনা করছি – তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।
XS
SM
MD
LG