অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: বিশ্বে পারমানবিক অস্ত্রের হুমকী: আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা


আজ বুধবার ১৮ সেপ্টেম্বার, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: বিশ্বে পারমানবিক অস্ত্রের হুমকী: আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা
আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি ছিলেন, ড: জিয়া হাসান, ড: সাইদ ইফতেখার আহমেদ এং অধ্যাপক সুবোধ সরকার ।

ড: জিয়া হাসান, সাউথ ক্যারোলাইনার ক্লাফলিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট। তিনি অধ্যাপনা করেন এবং পরিকল্পনা, মূল্যায়ন ও তথ্য পরিষেবার ভিপি।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।

অধ্যাপক সুবোধ সরকার অত্যন্ত সুপরিচিত একজন কবি ও লেখক। তিনি কলকাতা সিটি কলেজে অধ্যাপনা করেন।

আজকের হ্যালো ওয়াশিংটনে, বিশ্বে পারমানবিক অস্ত্রের হুমকী: আন্তর্জাতিক সমাজের দায়বদ্ধতা
— শ্রোতারা এ নিয়ে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।
বুধবারের হ্যালো ওয়াশিংটন
please wait

No media source currently available

0:00 0:44:48 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG