অ্যাকসেসিবিলিটি লিংক

এবারের হ্যালো ওয়াশিংটনের বিষয় জলবায়ুর পরিবর্তন এবং তার বিরূপ প্রতিক্রিয়া


A driver wades through floodwater after his bus was stranded in a flooded tunnel in Wuhan, Hubei province. 19 Jun 2011
A driver wades through floodwater after his bus was stranded in a flooded tunnel in Wuhan, Hubei province. 19 Jun 2011

বুধবার ২২শে জুন হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় জলবায়ুর পরিবর্তন ও তার বিরূপ প্রতিক্রিয়া। আমাদের সরাসরি টেলিফোনে, ইমেইল ক’রে অথবা ভয়েস অব আমেরিকা ফেস বুক ফ্যান পেইজে আগে বা অনুষ্ঠান চলাকালীন প্রশ্ন করতে পারেন। ই-মেইলে নম্বর জানালে আমরাও আপনাদের টেলিফোন করতে পারি। অনুষ্ঠান চলাকালীন ২০২-৬১৯-৩০৬২ এই নম্বরে কলেক্ট কল করুন। ই মেইল ঠিকানা bangla@voanews.com মনে রাখবেন ২২শে জুন হেলো ওয়াশিংটন অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় জলবায়ুর পরিবর্তন ও তার বিরূপ প্রতিক্রিয়া। আশা করি সবাই যোগ দেবেন।

XS
SM
MD
LG