বুধবার ৯ই ডিসেম্বর, হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ে: প্যারিস জলবায়ু সম্মেলন
এ সম্পর্কে অধিবেশন চলাকালীন বিশ্বের যে কোন স্থান থেকে, সরাসরি এই নম্বরে ফোন করে অতিথিদের প্রশ্ন করুন: 202-619-3062 অথবা আপনার নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর জানিয়ে ইমেইলে এর আগে ও প্রশ্ন পাঠাতে পারেন, আমরা আপনার প্রশ্ন আপনারই কন্ঠে রেকর্ড করে নেবো। আমাদের ইমেইল ঠিকানা: bangla@voanews.com আমাদের ভিওএ বাংলা ফেসবুকেও প্রশ্ন পাঠাতে পারেন।