অ্যাকসেসিবিলিটি লিংক

বিভিন্ন সমাজে পরমত সহিষ্ণুতার অভাব কেনো?


বুধবার ১৭ই মে হ্যালো ওয়াশিংটনের বিষয়: বিভিন্ন সমাজে পরমত সহিষ্ণুতার অভাব কেনো?"

অপরের মত, পরামর্শ, ধ্যানধারণা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়াকেই সাধারণ অর্থে আমরা বলি পরমত সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানবিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠতম এবং সামাজিক মূল্যবোধ নির্মাণের মূল ভিত্তি। অন্যের কথা, বক্তব্য, মতামত, পরামর্শ ও জীবনাচার যতই বিরক্তিকর ও আপত্তিকর হোক না কেন তা সহ্য করার মতো ধৈর্য যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সমাজে নৈরাজ্য, উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা দিতে বাধ্য। মত প্রকাশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয় তাহলে আধিপত্যবাদ, স্বৈরাচার সমাজ ও রাষ্ট্রে মাথাচাড়া দিয়ে ওঠে।

জীবনের সকল ক্ষেত্রে; সমাজ সংসার রাষ্ট্র দেশ মহাদেশে – মানব জীবনের প্রতিটি পদে পদে সহিষ্ণুতা শব্দটি গুরুত্বপূর্ন। ধর্ম কর্ম রাজনীতি অর্থনীতি বানিজ্য শিক্ষা শিল্প সাহিত্য প্রেম ঝগড়া সর্বক্ষেত্রেই সবকিছুর মূলে এই সহিষ্ণুতা। যাই হোক বিষয়টি নিয়ে আলোচনা করছেন- সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ

ঢাকা থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ইসনস্টিটিউট অব পিস এ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র ফেলো শাফকাত মুনীর।

please wait

No media source currently available

0:00 0:43:37 0:00

XS
SM
MD
LG